জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড নিয়ে নির্মিত ‘৫৭০’ সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।
এরআগে চলচ্চিত্রটি প্রায় ৬ মাস সেন্সরবোর্ডে আটকে ছিলো। বেশ কিছু দৃশ্য কাটছাঁট করার পরেই সেন্সর সনদের দেখা মিললো ছায়াছবিটির। চলচ্চিত্রটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলী উঠে এসেছে ।
‘৫৭০’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। আরও অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু ও সুমনা সোমা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে সিমরিন লুবাবা, তাসিন, তাজিম, তাঈফ, নির্ঝর বিশাল প্রমুখ।
সিনেবাজ ফিল্মস লিমিটেড চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। এবছরই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন এর নির্মাতা আশরাফ শিশির।
You must be logged in to post a comment.