বিনোদন ডেস্ক: কোন ধরণের কাটছাট ছাড়াই মুক্তির ছাড়পত্র পেয়েছে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ছবি ‘লোকাল’। ছবির নির্মাতা সাইফ চন্দন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, টাইগার মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবনযাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
১০ই এপ্রিল সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, বোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। আদর, বুবলী, মিশা সওদাগর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে।
You must be logged in to post a comment.