কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি দেখার অনুরোধ করেছেন প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
সেই ভাইরাল হওয়া ভিডিওতে লেবু বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তা হলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধ দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি— আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’
জানা যায়, ‘প্রেম প্রীতির বন্ধন’ একটি বড় বাজেটের ছবি। খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার মতো। যার গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা উঠেছে মাত্র ৫ লাখ!
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় সুপার ফ্লপ।
এ সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।
You must be logged in to post a comment.