নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত বলিউড তারকা কারিনা কাপূর খান। পরিচালকের নাম তাতে স্পষ্ট দেখা যাচ্ছে— হনসল মেটা। কিন্তু ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া বোঝার উপায় নেই। তার উপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ এবং ‘মার্ডার’।
শনিবার নেটমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন কারিনা। ভাগ করে নিয়েছেন তাঁর নতুন কাজের ঝলক।
জানা যাচ্ছে, কারিনা নিজেই এ ছবির প্রযোজক। এই প্রথম প্রযোজনায় পা রাখছেন তিনি।
তবে কিছু দিন আগেই হনসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তাঁর এক পাশে ছিলেন কারিনা, অন্য পাশে একতা কাপূর। তার নীচে হনসল লিখেছিলেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি’।
শনিবার কারিনার ভাগ করে নেওয়া ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে বলে অনুমান ভক্তদের।
You must be logged in to post a comment.