মিশা ভাই মেয়েদের ধরলে জান বের হয়ে যায়। আর ‘রেপ সিন থাকলে তো কথাই নেই। এমনভাবে চুলের মুঠি ধরে টানে, চুল ছিঁড়ে আসে। আর রেপ সিন থাকলে মিশা ভাই এগ্রেসিভ হয়ে যান। ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর সম্পর্কে এসব মন্তব্য করেন খলনায়ক আশরাফুল হক ডন।
নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য মিশাকে দায়ী করেন ডনা। বলেন, মিশা ভাইয়ের জন্যই ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছি। তিনি যে কতজনকে তাড়িয়েছে, আমি তার মধ্যে একজন। মিশা ভাই ইদানিং যা বলছে, এগুলো মানুষ বিদায় নেওয়ার আগে যা বলে তাই।
ডন অভিযোগ করে বলেন, আমরা জানি মিশা ভাই সিগারেট খান না কিন্তু প্রডাকশনের সিগারেট নিয়ে যান। শুধু তাই নয় প্রডাকশনের ড্রেসও নিয়ে যান। এগুলো নিয়ে কথা হলেও সাহস করে কেউ বলে না। ডন বলেন, মিশা ভাইয়ের পা থেকে মাথা পর্যন্ত সব প্রডাকশনের দেওয়া।’
হঠাৎ আপনার ক্যারিয়ারে ছন্দপতন। ফিল্ম পলিটিক্সকে দায়ী করেন কি? এমন প্রশ্নের জবাবে ডন গণমাধ্যমকে বলেন, ‘মিশা ভাই ফিল্ম পলিটিক্সে পারফেক্ট। যার জন্য মিশা ভাই এখন ভালো একটা পর্যায়ে আছেন। আমরা ফিল্ম নিয়ে এতটা পলিটিক্স করার চিন্তা করি না, ধান্দাও নেই। আমার কথা হচ্ছে- ফিল্ম আর্টিস্ট থাকবেন ব্রড মাইন্ডের অধিকারী। শিল্পীরা উদার হবে।’
মিশা সওদাগর কি আপনার সাথে ফিল্ম পলিটিক্স করেছেন? এমন প্রশ্নের উত্তরে ডন বলেন, ‘মিশা ভাই আজীবনই আমার সঙ্গে পলিটিক্স করে গেছেন। সব সময় ছোট করে পাগল বানিয়ে রেখেছেন। সে সব জায়গায় পাগল পাগল বলে আসছেন। আমরা তার সর্ম্পকে কখনও কিছু বলি না। আমরা এখন বলতে বাধ্য হচ্ছি- মিশা ভাই সিনিয়র হয়ে গেছেন। তিনি এখন সহ-শিল্পীদের সঙ্গে যদি এমন আচারণ করেন তাহলে বিষয়টা খারাপ দেখায়। মিশা ভাই জুনিয়র শিল্পীদের অনেক সিকোয়েন্স কেটে দেন। এটা তাকে মানায় না।’
You must be logged in to post a comment.