বিচ্ছেদের তালিকায় বলিউডের আর এক তারকা জুটি। শোনা যাচ্ছে সম্পর্ক ভেঙেছে দিশা পটানি ও টাইগার শ্রফের! বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তাঁরাই নাকি ইতি টানছেন ছ’বছরের সম্পর্কে! টিনসেল নগরীর হাওয়ায় ভাসছে সে খবর। বলিউডে এ বছর একের পর এক বিচ্ছেদ। কিছু দিন আগে শমিতা শেট্টি -রাকেশ বাপটের পর নাকি সেই দলে নাম লেখালেন টাইগার-দিশাও!
মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি।
নিজেদের সম্পর্ককে সবসময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার, দিশা দু’জনেই। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ।
টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি শ্রফের পুত্র।
আপাতত নায়ক লন্ডনে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্য দিকে, দিশা ব্যস্ত তাঁর নতুন ছবি ‘এক ভিলেন’-এর প্রচারে।
You must be logged in to post a comment.