দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর পথচলার ১২ বছর পূর্তি আজ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৪ মে) সারাদেশে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল 24-এর যুগপূর্তি উদযাপিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের একঝাঁক অভিনয়শিল্পী।
চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম বলেন, যদি বলি আনলাকি থার্টিন, তাহলে চ্যানেল 24-এটাকে লাকি থার্টিন করবে। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ক্রমশ ভালো ভালো কাজ করে যাক, এই প্রত্যাশা রাখি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম বলেন, চ্যানেল 24-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা। প্রতিষ্ঠানটি যেভাবে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আশা করি আরও সুন্দর ও সফলভাবে এগিয়ে যাবে।
অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, একজন অভিনয়শিল্পী হিসেবে চ্যানেল 24-এর বিনোদনের ক্ষেত্র আরও ভালো ও প্রশস্ত দেখতে চাই। সেই প্রত্যাশা আমরা করতেই পারি।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, চ্যানেল 24 যেভাবে মানুষের কথা বলে আসছে, যেভাবে মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে আসছে, তেমনি করেই প্রতিষ্ঠানটি আরও দর্শকের কাছাকাছি পৌঁছে যাবে, তাদের কথা বলবে সেই প্রত্যাশা রাখছি।
অভিনেতা তুষার খান বলেন, চ্যানেল 24-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই চ্যানেল আমাদের অনেক ভালো ভালো সংবাদ পরিবেশন করে আসছে, প্রোগ্রাম পরিবেশন করছে। এই ধারাবাহিবতা বজায় থাকুক এবং আরও ভালো হবে, এই আশা রাখি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, চ্যানেল 24-এর ১২ বছর পূর্তি এটা ভীষণ আনন্দ ও খুশির খবর। প্রতিষ্ঠানটি এই একযুগ হাঁটি হাঁটি পা করে নয়, বীরত্বের সঙ্গে এগিয়েছে। অভিনন্দন ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা চ্যানেল 24।
অভিনেতা শুভাশীষ ভৌমিক বলেন, চ্যানেল 24 যদিও বিভিন্ন সময় তার ধারা পরিবর্তন করেছে, কখনো নিউজ চ্যানেল, কখনো সার্বিকভাবে সাধারণ চ্যানেল, তবে কখনো এর জনপ্রিয়তা কমেনি। এই জনপ্রিয়তা না কমার পেছনের কারণ হচ্ছে এর গুণগত মান। প্রতিষ্ঠানটির কর্মীরা খুবই নিখুঁতভাবে তাদের কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হয়ে থাকেন বলে চ্যানেল 24 দেশের প্রথম শ্রেণির চ্যানেলগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটির জন্মদিনে শুভেচ্ছা রইল।
You must be logged in to post a comment.