সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। আসন্ন ১৭তম এই আসরের আর বাকি দুই সপ্তাহ। এরমধ্যেই এই অনুষ্ঠানের সাথে যুক্ত হলো ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
মঙ্গলবার (৪ অক্টোবর) চ্যানেল আই ও মোনার্ক মার্ট এর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চ্যানেল আইয়ের পক্ষে এসময় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, এবং মোনার্ক মার্টের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার সায়ন এম আনজীর হোসেন।
বাবা-মা ও স্বামীর সঙ্গে পূজার আনন্দে কোয়েল
আনজীর বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর মতো সম্মানজনক অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারা নিঃসন্দেহে আনন্দের। মোনার্ক মার্টকে এ সুযোগটি করে দেয়ায় সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামিতেও মোনার্ক মার্ট চ্যানেল আইয়ের সাথে থাকবে।
এরইমধ্যে ১৭তম আসরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। গর্বের পদ্মার সেতু পাড়ে বড় এই আয়োজনে দেশেবরেণ্য সংগীতব্যক্তিত্বরা গানের আসর মাতাবেন। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সংগীতের এই মহা আয়োজনে থাকবে নানা চমক।
You must be logged in to post a comment.