বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে চ্যানেল আই-এর ৮ দিনব্যাপি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এ ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগেরর গল্পে নির্মিত রেজানুর রহমানের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। এ নাটকে অভিনয় করেছেন চিত্র নায়ক রিয়াজ, সুমনা সোমা, মোহাম্মদ বারী প্রমুখ।
ঈদের দিন : নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। রচনা মাসুম রেজা, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, সারওয়াত আজাদ বৃষ্টি, মাসুম বাশার, চিত্রলেখা গুহ প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘ওলট পালট’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ২য় দিন : কমেডি নাটক ‘গোলমাল ভিলা’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘দোষ কার নেই’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৩য় দিন : নাটক ‘একজন ভালো মানুষ‘। রচনা মেজবাহউদ্দিন সুমন এবং পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘মাউসট্র্যাপ’। রাজিবুল ইসলাম রাজিব রচিত নাটকটি পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে । প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : নাটক ‘শব্দ প্রেম‘। রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে তওসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, রোজি সিদ্দিকি প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘কদমবনে বৃষ্টি‘। রচনা নাসির খান ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৫ম দিন : নাটক ‘সিস্টেম মানিক‘। রচনা ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অভিনয়ে আমিন খান, আজমেরী হক বাঁধন প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৫০ মিনিটে। নাটক ‘মিস বার্বার’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নুর, শাওন, শাহবাজ প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : ‘বুকের খাঁচায় আগুন‘। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর, তাসনোভা তিশা শাহেদ আলী সুজন, পাভেল, মোনালিসা দীপা প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘অপয়া’। রচনা মারুফ রেহমান এবং পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে দিলারা জামান, তামিম মৃধা, সারিকা প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৭ম দিন : নাটক ‘প্রেমিক ম্যাও’। রচনা সুস্ময় সুমন এবং পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে শামিম হাসান সরকার, অহনা প্রমুখ।
দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘প্রেমরোগ নিরাময় কেন্দ্র’। রচনা রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনায় মারুফ মিঠু। অভিনয়ে মারজুক রাসেল, মীম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, চাষী আলম, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯:৩৫ মিনিটে।
You must be logged in to post a comment.