বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

চ্যানেল আই-এ সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের ১৫ নাটক

বিনোদন প্রতিবেদক / ৩৬ জন দেখেছেন
আপডেট : মার্চ ২২, ২০২৫
চ্যানেল আই-এ সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের ১৫ নাটক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদুল ফিতরে চ্যানেল আই-এর ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট এবং রাত রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের আগের দিন
চাঁদ রাত ৭টা ৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। নাটকে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম।

ঈদের দিন
রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘চালাকি’। এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ প্রমুখ।

দ্বিতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লাস্ট উইশ’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জোভান, আইশা খান।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘ডাকু’। এটি পরিচালনা আদিবাসি মিজান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার।

তৃতীয় দিন
এদিন রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘ইতির ঈদি’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। জুটিবব্ধ হয়ে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল।

রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘টোনাটুনির সংসার’। পরিচালনায় সৈয়দ শাকিল, অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

চতুর্থ দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘লাভ মি মোর’। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বউ বেশী বুঝে’। পরিচালনা করেছেন যুবায়ের ইবনে বকর। জুটিব্ধ হয়ে এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

পঞ্চম দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘তোমায় ছুঁয়ে’। এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভেতরে আসতে দাও’। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহি।

৬ষ্ঠ দিন
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘পানি’। পরিচালনায় ফেরদৌস হাসান। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাকিল, রাজ্য, মনির প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘মেইড ফর ইচ আদার’। এটি পরিচালনা করেছেন মিফতাহ আনান। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।

সপ্তম দিন
রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘জালিয়াত’। নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে জোভান, কেয়া পায়েল।

রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বলো ভালোবাসি’। এটি পরিচালনায় আছেন তৌফিকুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন ফারহান, ফারিণ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান