মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ সিরিজের ‘কক্সবাজারে কাকাতুয়া’ এটি প্রথম গল্প। ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন এ সিরিজের নির্মাতা আফজাল হোসেন। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে ২২ সেপ্টেম্বর বিকেল ৩.৩০ মিনিটে।
গল্প. ছোট কাকু মানে রহস্য। ছোট কাকু মানেই বিপদ সংকুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারায় পৌঁছানো…কক্সবাজার শহর থেকে মাইল দশেক দূরে রামুতে… এমন সময় ছোট কাকুর মোবাইল বেজে উঠলো। অপরিচিতি নাম্বার, ছোট কাকু কিছুক্ষণ কথা বলে ফোন কেটে ড্রাইভারকে বললেন ঘুম ঘুম কতদূর…টেকনাফের পথে… গাড়ী ঘোরাও…। হঠাৎ করে এক ভদ্রলোককে আমার চোখে পড়লো। বেশ চিন্তিত ভঙ্গি, উশকো খুশকো একমাথা চুল, দু‘চোখে শাণিত দৃষ্টি…অদ্ভুত লোকটা পকেট থেকে সোনালী রঙের একটি মুদ্রা বের করে আমাকে দিলেন। মুদ্রার একপিঠে এক পায়ে ভর করে দাড়িয়ে আছে একটা বাঘ, অন্যপাশে খোলা তরবারী হাতে একজন গাইড….বুঝতে বাকি রইলো না এটা রবার্ট কাইভের আমলের মুদ্রা। ধন্যবাদ দেবার জন্য তাকাতেই দেখি লোকটি অদৃশ্য…পাশের পাহাড়ের দিকে তাকাতেই বুঝলাম এই পাহাড়েই অদৃশ্য হয়ে গেছে লোকটা।
উত্তেজনায় ছোটকাকুর দু‘চোখ চক চক করছে…সকালে যার সঙ্গে দেখা হয়েছিলো তিনি রকিব স্যার… বহু বছর আগে এই প্রাচীন মুদ্রাটি রকিব স্যারকে ছোট কাকু দিয়েছিলেন…। হনহন করে ছোটকাকু লতাপাতা সরিয়ে প্রবেশ করলেন পাহাড়ের ফাটলে। পেছনে আমি…আফতাব মির্জাও আমাদের অণুসরণ করলেন। চারিদিকে মোটা থরে প্রাচীর। যতো ভেতরে যাচ্ছি, অন্ধকার গাঢ় হচ্ছে…গা ছম ছম পরিবেশ…পায়ের নিচে পানির ছোয়া পাচ্ছি…ঠান্ডা পানি… দেয়ালগুলো সব প্রবাল…, সুঁচের মতো সাদা ফলাগুলো বেরিয়ে থাকা সরু পাাথরগুলো জ্বলজ্বল করছে…এমন অসংখ্য রহস্য, রোমাঞ্চের সব গল্প দেখা যাবে ছোট কাকু ধারাবাহিকে।
You must be logged in to post a comment.