শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি

ফোরাম প্রতিবেদক / ১৪৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৯, ২০২২
চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ বড় পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত সেই ছবিটি এখনও চলছে প্রেক্ষাগৃহে। তারমধ্যেই টানা দুই দিন চ্যানেল আই দেখাবে জয়া আহসান অভিনীত পুরনো দুই ছবি!

‘হাওয়া’ নিয়ে কলকাতায় হুল্লোড়, আপ্লুত প্রসেনজিৎ

এরমধ্যে রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে ‘চোরাবালি’। যে ছবিটি দিয়ে ২০১২ সালে বড় পর্দায় যাত্রা করেছিলেন ছোট পর্দার দাপুটে নির্মাতা রেদওয়ান রনি। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবিটি সেই সময়ে প্রেক্ষাগৃহেও বেশ ভালো সাড়া ফেলে।

জয়া আহসান ছাড়াও ‘চোরাবালি’-তে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আছেন সোহেল রানা, এটিএম শামসুজ্জামান, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল, সালেহীন স্বপন, পিয়া, ইরেশ যাকের, হুমায়ূন সাধু প্রমুখ।

ঠিক এর পরদিন (৩১ অক্টোবর) একই সময়ে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে জয়া অভিনীত আরেক ছবি ‘জিরো ডিগ্রী’। অনিমেষ আইচ পরিচালিত এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন দিলরুবা রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান