যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের দিন
‘বাই সাইকেল ও ভালোবাসা’, পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
ঈদের ২য় দিনে
এদিন দর্শক দেখবেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘আশীর্বাদ’। এই চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন রোশান ও মাহিয়া মাহি।
ঈদের ৩য় দিন
গেল বছর ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাসিনো’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এই ছবিতে জুটিবদ্ধ হয়েছে অভিনয় করেছেন নীরব ও বুবলি। আছেন তাসকিন রহমানের মতো অভিনেতাও।
ঈদের ৪র্থ দিন
এদিন সকালে থাকছে চলচ্চিত্র ‘শেষ বাজি’। পরিচালনায় মেহেদী হাসান। অভিনয়ে সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল ইসলাম মিঠু’।
ঈদের ৫ম দিন
হলিউডের আলোচিত ছবি ‘আলফা’, পরিচালনায় আলবার্ট হিউজস। অভিনয়ে কোডি স্মিট ম্যাকপি, জোহানেস হউকার জোহানসন, নাতাশিয়া মালথি, লিওনর ভারিলা, জেনস হালতিন, স্পেন্সার বোর্গায়েট’ প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন
বহুল চর্চিত চলচ্চিত্র ‘সোনার চর’। পরিচালনায় জাহিদ হোসাইন। জায়েদ খান অভিনীত এই ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী।
ঈদের ৭ম দিন
‘আম কাঠালের ছুটি’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত বহুল আলোচিত ও প্রশংসিত ছবি এটি। আশি ও নব্বই দশকের শৈশব দেখানো হয়েছে এই ছবিতে। দেশ-বিদেশে পুরস্কৃত এই ছবিতে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, তানজিল, হালিমা, ফাতেমা প্রমুখ।
You must be logged in to post a comment.