বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার সালাহউদ্দীন জাকীর ‘অপরাজেয়’

ফোরাম প্রতিবেদক / ৬৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ৩০, ২০২৪
চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার সালাহউদ্দীন জাকীর ‘অপরাজেয়’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে প্রয়াত কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত সিনেমা ‘অপরাজেয়’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। বহুল প্রতীক্ষিত এই ছবিটি দর্শক ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। ১৯৮০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া নিজের প্রথম সিনেমা দিয়েই তারকাখ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ অনেক সিনেমার সঙ্গে জড়িয়ে আছে তার নাম। গেল বছর মৃত্যুর আগে শুটিং শেষ করে যান ঈদে সম্প্রচারের অপেক্ষায় থাকা ‘অপরাজেয়’র!

ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সৈয়দ সালাহউদ্দিন জাকীর এই ছবিতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজালের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান