ঈদুল ফিতরে চ্যানেল আইতে নতুন ১৫ নাটক প্রচার হবে। এগুলো প্রচার হবে ঈদের আগেরদিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। আরো থাকছে ৮ পর্বের ছোটকাকু সিরিজের নাটক। এ ধারাবাহিকাতায় ঈদের আগেরদিন রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘একটি খোলা চিঠি’। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আসনা হাবিব ভাবনা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
ঈদের দিন রাত ০৭:৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘গায়ে হলুদের রাতে’। রচনা ঃ রাজিয়া সুলতানা জেনি। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, রিয়ামনি, মিলি বাশার, ডলি জহুর প্রমুখ। ঈদের দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শিলাবৃষ্টির শরবত’। গল্প ঃ রাবেয়া খাতুন এবং পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে চিত্রলেখা গুহ, আবুল হায়াত, জাকিয়া বারি মম প্রমুখ।
ঈদের ২য় দিন রাত ০৭:৫০ মিনিটে রয়েছে নাটক ‘আবার দাওয়াত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ। ঈদের ২য় দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কি ভূল ছিল’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নুর, মনোজ প্রামানিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।
ঈদের ৩য় দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘অবেলায়‘। রচনা ঃ ইরাজ আহমেদ। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল নুর, সাদিয়া আয়মান, মাসুম বাশার প্রমুখ। ঈদের ৩য় দিন রাত ০৯:৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘জমিদারের পোলা’। রচনা ঃ জুয়েল এলিন। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোর্শারফ করিম, তাসনোভা তিশা, ওয়ালিউল হক রুমি প্রমুখ।
ঈদের ৪র্থ দিন রাত ০৭:৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘ফিল মাই লাভ’। গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। ঈদের ৪র্থ দিন রাত ০৯:৩৫ মিনিটে রয়েছে নাটক ‘দ্যা লাষ্ট ট্রেন’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।
ঈদের ৫ম দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদয়ের টান‘। রচনা ঃ হারুন রুশো। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ। ঈদের ৫ম দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে ‘বসগিরি’। রচনা ও পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৭:৫০ মিনিটে দেখানো হবে ‘হ্যান্ডেল ভাই’। রচনা ঃ পাপ্পু রাজ। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে ফারিয়া শাহরিন, মারজুর রাসেল প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৯:৩৫ মিনিটে রয়েছে নাটক ‘শেকল’। রচনা ঃ পাপ্পু রাজ। পরিচালনায় তৌফিকুল ইসলাম। অভিনয়ে তওসিফ মাহবুব, সাদিয়া আয়মান, মিলি বাশার প্রমুখ।
ঈদের ৭ম দিন রাত ০৭:৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘অপরিচিত’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাশার, হিমি,পাভেলপ্রমুখ। ঈদের ৭ম দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভুল সময় অথবা সময়ের ভুল‘। রচনা ঃ শাহাজাহান সৌরভ। পরিচালনায় অভ্র মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার প্রমুখ।
You must be logged in to post a comment.