১৩ সেপ্টেম্বর থেকে শুরু হলো বাছাইকৃত গানের অনুষ্ঠান ‘প্রিয় যত গান’। চ্যানেল আই স্টুডিও থেকে প্রতি রবিবার বিকেল ৩.০৫ মিনিটে সরাসরি প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে মূলত অংশ নিবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদেগানরাজ, গানের রাজা এবং বাংলার গানের শিল্পীরাসহ বিভিন্ন অঙ্গণের নবীনশিল্পীরা। ‘প্রিয় যত গান’ এর প্রথম পর্বে অংশ নেবেন অর্পিতা, সদ্য, ঋদ্য এবং শফিকুল। এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। পরিচালনা করবেন অনন্যা রুমা।
You must be logged in to post a comment.