শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

চ্যানেল আইতে শুরু হয়েছে ‘আপন মানুষ’

বিনোদন প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২৫
চ্যানেল আইতে শুরু হয়েছে ‘আপন মানুষ’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জনপ্রিয় নির্মাতা অভিনেতা সফল মানুষ সালাউদ্দিন লাভলু এবার চ্যানেল আই’র দর্শকদের জন্য নিয়ে এসেছেন ৮৩ পর্বের ধারাবাহিক ‘আপন মানুষ’। গত ২৭ জানুয়ারি২৫ থেকে সপ্তাহের ৫দিন এটি চ্যানেল আইতে প্রচার হবে। প্রচার হবে শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধবার রাত ৭.৫০ মিনিটে। এটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম। ধারাবাহিকটি নিবেদন করেছে সিটি গ্রুপ।

‘আপন মানুষ’ নিছক একটি প্রেমের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্ধে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এ ধারাবাহিকে ফুটে ওঠেছে যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি ভুরপর কমেডি ও চোখের ভেতর সব খোয়ানোর গল্প। ‘আপন মানুষ’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প, আপন মানুষ খুঁজে পাওয়ার গল্প। ‘আপন মানুষ’-এ, অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দি টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ। ধারাবাহিকটির প্রতিটি পর্ব চ্যানেল আইতে প্রচারের পর পর চ্যানেল আই ইউটিউবে আপলোড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান