আলোচিত চলচ্চিত্র ‘দেবদাস’। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটিডে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খ্যাতিমান চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম। দেবদাস ছবিতে অভিনয় করেছেন শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী), শহিদুজ্জামান সেলিম (চুনিলাল) প্রমুখ।
গল্প : জমিদার তনয় দেব ভালোসেবে ফেলে তাদের বাড়ির আঙিনাং বেড়ে ওঠা এক সাধারণ তরুণী পার্বতীকে। দেব পড়ালেখা জানা শিক্ষিত তরুণ। ভবিষ্যৎ জমিদার। সম্পর্কের মানদন্ডে এ অসম্ভব। কিন্তু সমাজ যাই ভাবুক না কেন বেপরোয়া দেব। অন্যদিকে অন্তর দহনে নিশ্চুপ পার্বতী। জীবনের প্রয়োজনেই পার্বতীকে একদিন চলে যেতে হয় অন্যর ঘরে। পার্বতীকে ভুলতে দেব আসক্ত হয়ে পড়ে শরাবে। চুনিলালের মতো আস্থাভাজন বন্ধুও ফেরাতে পারে না তাকে। এ সময় দেবের জীবনে আসে চন্দ্রমূখী। তারপর…। চ্যানেল আইতে প্রচার হবে ২১ জুলাই বিকেল ৩.০৫ মিনিটে।
You must be logged in to post a comment.