ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জোনাকীর আলো’ চ্যানেল আইতে প্রচার হবে ২৪ জুলাই বিকেল ৩.০৫ মিনিটে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, আনিস, শামস সুমন, পুতুল, গাজী রাকায়েত, মৃনাল দত্ত প্রমুখ। সঙ্গীত পরিচালনা: ইমন সাহা, শাহরিয়ার সাজ, ইবরার টিপুও হায়দার হোসেন। আবহ সঙ্গীত: বিপ্ল¬ব বড়ুয়া। কণ্ঠ: ন্যান্সি, বাপ্পা মজুমদার, কনা, ইবরার টিপু, পড়শি, আগুন, মৃনাল দত্ত ও হায়দার হোসেন।
গল্প: ‘কবিতা’ মুক্তমনের এক বুদ্ধিমতী মেয়ের নাম। সে জীবনে শত ঝড় ঝাঞ্জার মাঝেও থমকে দাঁড়ায় না। সে মনে করে জীবনের প্রতিটি ক্ষণই গুরুত্বপূর্ণ। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলতে হয়। কবিতার জীবনে প্রায় একই সঙ্গে দুজন পুরুষের পরিচয় ঘটে। একজন সমুদ্র, সে পাখী গবেষক আর অন্যজন সুবর্ণ সে সম্ভ্রান্ত ধনী পরিবারের বিদেশ ফেরত ছেলে। খুব দ্রুতই বিয়ে হয়ে যায় সুবর্ণর সঙ্গে কবিতার। কিন্তু সমুদ্র দূর থেকে নিরবে নির্ভৃতে একাই একতরফা ভালোবেসে যায় কবিতাকে। ইতোমধ্যে পারিবারিক এক জটিলতায় কবিতা তলিয়ে যেতে থাকে। মুক্তি পেতে আলোর খোঁজে সে ছেড়ে আসে স্বামীর সংসার। ঐদিকে সমুদ্র কবিতার ফিরে আসার আনন্দে উদবেলিত। কবিতার খালাত ভাইর ছেলে পরশ সে বিয়ের আগে কবিতার সঙ্গে বেড়ে উঠছিল। যখন কবিতার বিয়ে হয়ে যায় তারপর পরই পরশের মাও মৃত্যুবরণ করে। পরশ তার নির্ভরশীল মা ও ফুফু দুজনকে না পেয়ে ভেঙে পরে ও একাকীত্ব বোধ করে।এদিকে সমুদ্র চায় কবিতাকে বিয়ে করতে! সুবর্ণ ফিরিয়ে নিতে আসে কবিতাকে। শিশু পরশ মায়ের বুকের বিকল্প হিসেবে ফুফুকে চায়। এমনি এক জটিল পরিবেশে কবিতা কাকে বেছে নেবে?।
You must be logged in to post a comment.