মীর সাব্বির এ ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন। রচনা : আহমেদ শাহাবুদ্দীন। আরো অভিনয় করেছেন আ.খ.ম হাসান, ফারজানা রিক্তা, মিলন ভট্টাচার্য, জয়রাজ, এ্যানি খান, নূরে আলম নয়ন, তারিক স্বপন, হিমে হাফিজ, আইনুন পুতুল, সোমা ফেরদৌস, আনিসুর রহমান, ইকবাল হোসেন, হাসিমুন, ইরা, আল-মনসুর, আহসানুল হক মিনু প্রমুখ। এর সুচনা সঙ্গীত ও সুর করেছেন দেবাশীষ এবং শহীদুল্লাহ ফরায়েজী। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯.৩৫ মিনিটে।
You must be logged in to post a comment.