ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত এবং খ্যাতিমান রচয়িতা ও নির্মাতাদের পরিচালনায় ১৫ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।
ঈদের আগের দিন : রেজানুর রহমান নাটক ‘বদরুল তুমি ভালো হয়ে যাও‘। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শামীমা তুষ্টি, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। প্রচার হবে ঈদের আগের দিন রাত ০৭:৫০ মিনিটে।
ঈদের দিন : ‘চাঁদের হাট‘। রচনা ও পরিচালনা ঃ কে এম সোহাগ রানা। অভিনয়ে তওসিফ মাহবুব, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ডাঃ এজাজ প্রমুখ। প্রচার, ঈদের দিন রাত ০৭:৪০ মিনিটে। নাটক কদম’। গল্প ঃ রাবেয়া খাতুন। পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি, আবুল হায়াত প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ২য় দিন : নাটক ‘নয়নতারা‘। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তওসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। প্রচার হবে রাত ০৭.৫০ মিনিটে। ‘পোকা দিয়ে পোকা ধরা’। রচনা ঃ মাসুম রেজা। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাব উদ্দিন, রিপন প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৩য় দিন : নাটক ‘বিউটি কুইন’। রচনা ও পরিচালনা ঃ প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাশার, তানজিন তিশা, রিমু রোজা খন্দকার । প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘অর্ধাঙ্গিনী’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নুর, আবু হুরায়রা তানভীর, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, আনোয়ার শাহী প্রমুখ। প্রচার রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : নাটক ‘ ঈদ ভ্যাকেশন’। গল্প ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে খায়রুল বাশার, কেয়া পায়েল, মুনিরা মিঠু, জয়রাজ, ছোয়া শরিফুল প্রমুখ। প্রচার রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘প্রিন্সেস ডায়না’। রচনা ঃ মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নুর, প্রার্থ শেখ, তারিক আনাম খান প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৫ম দিন : ‘যৌথ পরিবার‘। রচনা ঃ মোস্তফা কামাল রাজ ও পরিচালনায় ওমর ফারুক। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, সফল খান রিয়ামনি, মুনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৫০ মিনিটে। নাটক ‘অনলাইন আপা’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নুর, জুনায়েদ বোগদাদী, আনোয়ার শাহী প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : নাটক ‘সানগ্লাস’। রচনা ও পরিচালনা ঃ ফেরদৌস হাসান। অভিনয়ে চিত্রনায়ক আশিক চৌধুরী, অলংকার চৌধুরী, দিলারা জামান, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘খুব যতনে‘। রচনা ঃ আসাদুজ্জামান সোহাগ ও পরিচালনায় সাখাওয়াত শিবলী। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, নাবিলা ইসলাম প্রচার, রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৭ম দিন : নাটক ‘সে বোঝে না’। রচনা ও পরিচালনা ঃ শ্রাবনী ফেরদৌস। অভিনয়ে সাদিয়া আয়মান, সৌম্য, শেলী আহসান, খায়রুল আলম টিট প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘আমি কি প্রেমে পড়েছি?’। রচনা ও পরিচালনায় জামাল মল্লিক। অভিনয়ে সায়েদ জামান শাওন, মাফতুহা জান্নাত জীম। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
You must be logged in to post a comment.