চ্যানেল আইতে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে দর্শকপ্রিয় মেগাধারাবাহিক ‘সিক্সটি নাইন’। আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন তিশা, হাসান মাসুদ, জয়া আহসান, তিন্নি, আহমেদ রুবেল, মাসুদ আলী খান, শ্রেষ্ঠা, শহীদুজ্জামান সেলিম, ইলোরা গহর, কল্প, প্রতীতি, রাজুক রাসেল, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রিফাত চৌধুরী, মোমেনা চৌধুরী, শুভ রহমান প্রমুখ।