মারুফ রেহমানের মূল গল্পে এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আবদুল্লাহ রানা, সেলিনা আফ্রি, মিহি, মাহা, শারমিন আঁখি, সোহেল খান, মুকিত জাকারিয়া, আসিফ নূর, মুসাফির বাচ্চু, ইউসুফ রাসেল, ইমু শিকদার, ললনা নূর প্রমুখ। চ্যানের আইতে নাটকটি প্রচার হচ্ছে প্রতি শুক্রবার ও রবিবার রাত ৯.৩৫ মিনিটে।
চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ
গল্প. শহুরে বাড়ির হোস্টেলে কয়েকজন মেয়ে থাকে। যারা কেউ স্টুডেন্ট নন, কিন্তু প্রত্যেকের একেকটা গল্প আছে, লাইফস্টাইলও আলাদা আলাদা। তাদের আলাদা আলাদা সুখ-দুঃখ, বন্ধুত্বের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। গল্পের প্রয়োজনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। পরিবার ছাড়া থাকলে বেশীরভাগ মেয়ে মোহে পড়ে অধঃপতনে যেতে পাওে সেদিক তুলে ধরা হয়েছে এ গল্পে। বিভিন্ন ক্রাইসিসে পড়ে প্রত্যেকে নিজেদের ভুল বুঝতে পারে সেটাও ইতিবাচকভাবে তুলে ধরেছি। দর্শকদের চাহিদা প্রাধান্য দিয়ে নাটকটি বানানো হয়েছে। এর গল্প অনেকটা ‘র’ হিসেবে তুলে ধরা হয়েছে। চরিত্রগুলোর উন্মাদনা প্রাধান্য দেওয়া হয়েছে। সর্বোপরি দর্শক যেন নাটকটি দেখে মজা পায় সেইদিক মাথায় রাখা হয়েছে।
You must be logged in to post a comment.