বর্তমানে বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম আদিত্য রায় কাপুর। আশিকি ২-র হাত ধরে জনপ্রিয়তা। তারপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ফিতুর’-এর মতো সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমীদের মন জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যনেজার’ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। কয়েক মাস ধরেই গুঞ্জন, বি-টাউনের হার্টথ্রব আদিত্য রায় কাপুর জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে।
কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
দিন কয়েক আগেই জীবনের নতুন বছরে পা রাখলেন অনন্যা পাণ্ডে। জন্মদিন পালন করতে মুম্বই ছেড়ে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন তিনি।মলদ্বীপে একটি বিলাসবহুল রিসর্টে অবসর যাপন করেছেন অনন্যা। সমুদ্রের ধারে বসে নৈশভোজ থেকে ঘড়ির কাঁটা ধরে কেক কাটা, জন্মদিনে বাদ পড়েনি কিছুই। অনেকেই মনে করছেন, ২৫তম জন্মদিন প্রেমিক আদিত্য রায় কাপুুরের সঙ্গেই কাটিয়েছেন চাঙ্কি-কন্যা। তবে বিশেষ মানুষটির সঙ্গে কোনও ছবি দেননি তিনি।
You must be logged in to post a comment.