শহরের আড়ৎ ব্যবশায়ী করিম ভুঞা। হত দরিদ্র থেকে অবস্থাশালী হয়েছেন। তাঁর কোন পুত্র সন্তান নাই, রয়েছে চার কন্যা। তিনি মনে করেন “এই চার কন্যা আল্লার বিশেষ দান। চার কন্যার ভাগ্যের বদৌলতেই তিনি হত দরিদ্র থেকে আজ এত দৌলতের মালিক হয়েছেন। তাই ভাগ্যবতি চার কন্যাকে কোন ভাবেই শ্বশুর বাড়িতে পাঠাবেন না, কারন কন্যারা বাড়ি ছেড়ে গেলে ভাগ্যও তাদের সাথে চলে যাবে। তাই চার কন্যাকে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে তাদের বিয়ে দিয়ে চারজন জামাতা বাড়িতে তুলবেন। “জামাতাগন তাঁর বাড়িতেই জামাই আদরে থাকবেন” কিন্তু মেয়েরা পিতার এমন সিদ্বান্ত মানতে নারাজ। অন্য দিকে ভুঞা সাহেব নিজ সিদ্বান্ত অটল। ভুঞা সাহেব, তাঁর চার কন্যা, প্রেমিকগন, এবং কন্যাদের জন্য ভুঞা সাহেবের জোগার করা পাত্রদের বিভিন্ন ঘটনা নিয়েই এই ধারাবাহিক নাটকের গল্প।
একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চার কন্যা’। চার কন্যার প্রতি পিতার নিজস্ব চিন্তাভাবনার প্রয়োগের হাস্যরসাত্বক কর্মকান্ড নিয়েই নাটকটির মূল কাহিনী। আহসান আলমগীরের রচনা এবং দেবাশীষ বড়–য়া দীপের পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, জয়রাজ, অবিদ রেহান, সঞ্জিব, বন্যা মির্জা, ফারাহ রুমা, মুনিরা মিঠু, ইলোরা গহর, মুক্তি, তন্ময় প্রমুখ। ধারাবাহিক নাটক ‘চার কন্যা’ প্রতি শনি থেক সোমবার ০৮টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
You must be logged in to post a comment.