পাশে সাজানো বিলিতি মদের বোতল। পরনে কিছু আছে নাকি তা বোঝা যায় না। বিছানায় শুয়ে রয়েছেন সৃজলা। চাদরে ঢাকা তাঁর শরীর… সম্প্রতি অভিনেত্রীর এমনই এক ফটো এল সামনে। এক ফটোশুটের জন্যই ছবিটি তুলেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “এক অদ্ভুত পৃথিবীতে আমি বাস করি, কিন্তু আমি সেই পৃথিবীর থেকেও আজব।” তবে বাংলা ধারাবাহিকের ‘মিষ্টি মেয়ে’র এই ছবি দেখে চুপ করে থাকেনি নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, “এই পোশাক তোমাকে মানায় না”। অনেকেই আবার পানীয়ের বোতল রাখা নিয়েও জানিয়েছেন আপত্তি। সব মিলিয়ে নিন্দা যেন থামছেই না। তবে সবাই যে সমালোচনা করেছেন, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই। অনেকেই প্রশংসা করেছেন নায়িকাকে। তাঁদের মতে, এটিই তাঁর পেশা, পেশার প্রয়োজনে তিনি যদি এমন ফটোশুট করেও থাকেন, তবে সমস্যাটা কোথায়?”
‘মন ফাগুন’ ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলি দুনিয়ায় ডেবিউ করেন সৃজলা। বিপরীতে ছিলেন শন বন্দ্যোপাধ্যায়। শন ও সৃজলা জুটি বেশ হিট হয়েছিল। এমনকি তাঁদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। সে সময় অবশ্য সৃজলা সম্পর্কে ছিলেন রোহন ভট্টাচার্যের সঙ্গে। যদিও তাঁদের ব্রেক আপ হয়ে যায়। বিচ্ছেদের কারণ হিসেবে সামনে এসেছিল শনের নাম। যদিও শন ও সৃজলা এই সম্পর্কের কথা অস্বীকার করেন। সিরিয়াল শেষ হয়। তাঁদের সম্পর্কের গুঞ্জনও চাপা পড়ে যায়। যদিও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন রোহন। সে সময় তিনি লেখেন, “আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দু’জন দু’জনকে ভীষণ সম্মান করি আর তার যথেষ্ট কারণ আছে। তিনি আরও যোগ করেন, “এই আলাদা হয়ে যাওয়ার বিষয়ে তৃতীয় ব্যক্তির নাম জড়াবেন না।” তাহলে কী কারণ? রোহনের উত্তর, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” যদিও সে সব অতীত। এই মুহূর্তে সৃজলা ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। রাহুল মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। বিপরীতে থাকবেন সত্যম ভট্টাচার্য।
You must be logged in to post a comment.