শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

চাদরের গানে তারা

ফোরাম প্রতিবেদক / ১৮৪ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
চাদরের গানে তারা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন পর সিনেমা নির্মাণ করছেন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। সরকারী অনুদানপ্রাপ্ত এফডিসি’র প্রযোজনাধীন দুটি সিনেমার একটি পরিচালনা করবেন তিনি। সিনেমাটির নাম ‘চাদর’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শবনম বুবলী।

নিপুণের ‘বীরত্ব’ যৌনকর্মীতে

শুরু হয়েছে সিনেমার গানের কাজ। গানগুলো লিখেছেন তিনি নিজেই। এরমধ্যেই রেকর্ডিং হয়ে গেছে সিনেমার একটি গানের। গানটি সুর করেছেন এসআই শহীদ। ‘বুকের খাঁচা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন অনিক শাহান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও স্বরলিপি।

বুবলী-সাইমনের চাদর নিয়ে আসছেন রাজু

সিনেমার গান প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, আমি সিনেমায় গানের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমার প্রায় সব সিনেমার গানগুলো আলাদা যত্ন নিয়ে করা, সবাই গ্রহণ করেছে। চাদরেও এর ব্যতিক্রম হবে না। শহীদের সুরে অন্যরকম মায়া আছে। প্রায় এক যুগ পর এফডিসির প্রযোজনায় কোনো ছবি নির্মিত হবে। চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান