মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, মিতালী রাজের পর এবার ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে বলিউড। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। ইতোমধ্যে ছবির পোস্টার বের হয়েছে। এই ছবিতে ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলনের চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।
আনুশকার মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ছিল ‘জিরো’। ছবিটি ব্যবসায়িক ভাবে তেমন সাফল্য আনতে পারেনি। জিরো ছবি বের হওয়ার পর বড় পর্দায় আর কোনো ছবিতে দেখা যায়নি আনুশকে। ‘চাকদা এক্সপ্রেস’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে যাচ্ছেন আনুশকা।
ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। আপতত আনুশকা ফিরে আসার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
You must be logged in to post a comment.