‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ আর নেই। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার দুই ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, শুক্রবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। তারা এক বিবৃতিতে লিখেছেন, ‘দুই ছেলে এবং স্নেহের পাঁচ নাতি-নাতনিকে রেখে চলে গেলেন আমাদের মা। দাদিকে হারিয়ে আমাদের সন্তানেরাও ভেঙ্গে পড়েছে।’
ম্যাগি স্মিথ ‘ডাউনটন অ্যাবেতে ডাউজার কাউন্টারেস অফ গ্রান্থাম’ চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি ‘হ্যারি পটার’-এর সব কটি ছবিতে অধ্যাপক ম্যাকগোনাগলের চরিত্রে নজর কেড়েছিলেন। এই চরিত্রটির জন্য তিনি খুব জনপ্রিয়ও।
স্মিথের ক্যারিয়ারের শুরু ১৯৫০ এর দশকে। তিনি ট্রেবল অ্যাওয়ার্ডজয়ী (অস্কার, এমি ও টনি অ্যাওয়ার্ড) অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের ক্যারিয়ারে তার ঝুলিতে উঠেছে দুটি অস্কার, চারটি এমি অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড।
You must be logged in to post a comment.