মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

চলে গেলেন ‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী

বিনোদন প্রতিবেদক / ৪৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ৭, ২০২৪
চলে গেলেন ‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী (৭১) আর নেই। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে রঙ্গিন ‘উজান ভাটি’ সিনেমার এই পরিচালক পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে মারা যান।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে বলেন, গত বুধবার (৬ মার্চ) রাতে বাসায় মাথা ঘুরে পড়ে যান শিল্পী চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যার পর মারা যান গুণী এই নির্মাতা।

জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে নানা সমস্যায় ভুগছিলেন।

শিল্পী চক্রবর্তী ‘উজান ভাটি’ ছাড়াও আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। সেগুলো হলো- ‘বিনি সুতার মালা’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’ ও ‘মীমাংসা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান