শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

বিনোদন প্রতিবেদক / ১০৩ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যাবলী, দাবি পূরণে ও তাদের কল্যাণে অবদান রাখার জন্য গঠিত হয়েছে বিএফডিসি কেন্দ্রিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সংগঠনটির বর্তমান সভাপতি ও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই সংগঠনের দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষের দিকে ও নির্বাচন আসন্ন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই তারকা থেকে শুরু করে ভক্তদেরও। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও সেরে ফেলেছেন নতুন-পুরোনো অনেক তারকাই। এবার জানা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনের তারিখ।

জানা গেছে, আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনটির আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।

গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই চূড়ান্ত করা হয়েছে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচন। তবে এবারের আসন্ন নির্বাচনে কারা অংশ নিচ্ছেন সেটা এখনও জানা যায়নি।

এদিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবছি না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছি। আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।’

এক সময়ের সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর বাংলাভিশনকে বলেন, ‘যদি শিল্পীরা আমাকে চায় তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’ এর আগে কয়েকবার জায়েদ খানকে সঙ্গে নিয়ে নির্বাচন করলেও এবার তাকে নিয়ে প্যানেল না করার কথা জানান মিশা।

এদিকে অনেক আগে থেকেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া ভেতরে ভেতরে আরও অনেকেই নির্বাচনের প্রস্তুতি সেরেছেন। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান