রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন আর নেই

ফোরাম প্রতিবেদক / ৪০০ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২২
চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন আর নেই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন আর নেই। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। এবার তিনি পাড়ি জমালেন পরপারে।

আশির দশকে কাজল আরেফিনের পরিচালনায় ‘সুরুজ মিয়া’ সিনেমাটি সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান। এতে তার সঙ্গী ছিলেন নায়িকা রোজিনা। এ ছাড়াও অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

এছাড়া ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’র মতো বিখ্যাত চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজল আরেফিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান