চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে বলে চিন্তাধারণা করা হচ্ছে, বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
একটি চলচ্চিত্র মুক্তির আগেই ফেসবুকে সমালোচনা করার ফলে সিনেমার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিমত চলচ্চিত্র সংশ্লিষ্টদের।
রবিবার রাতে রাজধানীর বানানী ক্লাবে একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত।
ওই অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘ফেসবুক সিনেমার জন্য মারাত্মক ক্ষতিকর। ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করেও মারাত্মক ক্ষতি করছে। সিনেমা না দেখে, শুধুমাত্র সিনেমার আগামাথা নিয়ে বিভিন্ন সমালোচনা বিভিন্ন রকম লেখা লেখে, যার কারণে দেখা যায় দর্শকরা প্রতারিত হয়। দর্শকরা ভাবে এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না।’
’চলচ্চিত্রের সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে’, এমনটাই উল্লেখ করে সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন। বিষয়টা আমরা সাইবার ক্রাইমের আওতায় আনব। যদি কেউ চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা করে, তাদের আইনের আওতায় আনব। ’
মূলত ‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন ছিল বনানী ক্লাবে। পুলিশ অ্যাকশন টাইপ থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দু’টি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
You must be logged in to post a comment.