বড় পর্দায় অভিষেক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার এল আরও এক সুসংবাদ।
বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবের একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বসছে এই উৎসবের ৪৯তম আসর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা সাবা।
সম্প্রতি উৎসবের জন্য নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে টিআইএফএফ। যেখানে ডিসকভারি প্রোগ্রামে ২৪টি চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সাবা। এটি মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র।
জন্মদিনে (১৯ এপ্রিল) সাবার পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছিলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’
অভিনেত্রী আরও বলেছিলেন, ‘২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি।’
মেহজাবীন ছাড়াও এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা। চিত্রগ্রহণে করেছেন বরকত হোসেন পলাশ।
You must be logged in to post a comment.