আবারও চঞ্চল চৌধুরীকে নিয়ে ওপার বাংলা সরগরম। কারণটা নতুন চলচ্চিত্র। যেখানে দেখা যাবে কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, আপাতত স্বস্তিকা মন দিয়েছেন অন্য ভাষার ছবিতে। অভিনেত্রীর মতে, বরাবরই বলে এসেছেন, সব সময় একটু অন্য রকম কাজ করার খিদে তাঁকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক-প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনও লোভনীয় চিত্রনাট্য নাকি শুনেছেন নায়িকা। শোনার পর ‘না’ বলতে পারেননি।
সংবাদমাধ্যমটির ভাষ্য, টলিপাড়ার নতুন গুঞ্জন, এবার বাংলাদেশের নতুন ছবির প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অন্দরের খবর বাংলাদেশের এই ছবির জন্য রাজিও হয়েছেন নায়িকা। তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। এই ছবির নায়ক চঞ্চল চৌধুরী। অর্থাৎ সব ঠিক থাকলে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল ও স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে নভেম্বরেই।
জানা যায়, এ মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। নিয়েছেন মাস খানেকের বিরতি। শরীরে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। তাই আগামী সপ্তাহেই হবে অস্ত্রোপচার। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।
অন্যদিকে, সম্প্রতি তেলেগুতে রিমেক হয়েছে চঞ্চলের ‘তাকদীর’। সিরিজটি নির্মাণ করেছেন পবন সাদিনেনি।
You must be logged in to post a comment.