বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

ঘুমের মধ্যে মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক / ৮৭ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
ঘুমের মধ্যে মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পারিবারিক ব্যান্ড ‘দ্য আইসলি ব্রাদাস’ টিমের সংগীতশিল্পী রুডলফ আইসলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শুক্রবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ খবর। ব্যান্ডের বহু জনপ্রিয় গানের গীতিকার এবং গায়কের ভাই আর্নি জানিয়েছেন, তার ভাই রুডলফ ঘুমের মধ্যে মারা গেছেন।

এদিকে গায়কের আরেক ভাই রোনাল্ড আইসলি এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, আমার অনুভূতি এবং ভাইয়ের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, তা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। আমাদের পরিবার তাকে খুব মিস করবে। আমি জানি সে ভালো জায়গায় আছে।

রুডলফ মূলত ব্যান্ডের সঙ্গে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। তবে ‘আই হ্যাভ টু গেট মাইসেলফ টুগেদার’ ও ‘ইট ইজ আ ডিস্কো নাইট’ (রক ডোন্ট স্টপ)-এর গানে প্রধান গায়ক হিসেবে কণ্ঠ দিয়েছেন। যে গানগুলো যুক্তরাজ্যের শীর্ষ ২০-এ পৌঁছেছে।

এ গায়ক ‘হার্ভেস্ট ফর দ্য ওয়ার্ল্ড’, ‘ফাইট দ্য পাওয়ার’ ও ‘শাউট’-এর মতো গান লেখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে গানগুলো এক ধরনের স্থায়ী পার্টি সংগীত। যা লুলুর কভার সংস্করণের মাধ্যমে ইউরোপে হিট হয়ে উঠে।

১৯৫০- এর দশকের শুরুর দিকে গঠিত হয় ‘দ্য আইসলি ব্রাদাস’ ব্যান্ড। যা পপ সংগীতের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডগুলোর মধ্যে একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান