শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ঘরহারাদের নিজ বাড়িতে আশ্রয় দেবেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক / ৪৪ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১২, ২০২৫
জাতিসংঘের শরণার্থী সংস্থা ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলের আগুনে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। নিহতের সংখ্যাও বাড়ছে। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। অনেক তারকারা এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ তালিকায় আছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় পর্যুদস্ত ছয়টি দাবানলের অভিঘাতে কয়েক হাজার মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি ডলারেরও বেশি। এই অবস্থায় লস অ্যাঞ্জেলেসের গৃহহারাদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন অভিনেত্রী। আগুনে ক্ষতিগ্রস্তদের কষ্ট ভাবাচ্ছে জোলিকে। তাই তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

অ্যাঞ্জেলিনা জোলির মতো দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী হ্যালি বেরি, তিনি ইনস্টাগ্রাম এক পোস্টে জানিয়েছেন, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। অনেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

এছাড়া বারব্যাংকভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, তারা দাবানলের ঘটনায় উদ্ধারকাজে ১ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ তহবিলগুলো আমেরিকান রেডক্রস, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংক ও অন্যান্য সংগঠনে জন্য বরাদ্দ থাকবে।

এমনকি প্যারামাউন্ট গ্লোবালের সহপ্রধান ব্রায়ান রবিনস, ক্রিস ম্যাককার্থি ও জর্জ চিকস জানিয়ে, কোম্পানিটি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন, রেড ক্রস, ডিরেক্ট রিলিফ, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও বেস্ট ফ্রেন্ডস অ্যানিমেল সোসাইটিকে ১০ লাখ ডলার দান করবে। অন্যদিকে, ক্যালিফোর্নিয়া দমকলবাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এটি ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান