মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

গ্লানিও বয়ে বেড়াতে হয়েছে ববিকে

বিনোদন ডেস্ক / ৫১ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২৪
গ্লানিও বয়ে বেড়াতে হয়েছে ববিকে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডে স্টারকিড হলেও জীবন যে কখনও কখনও সহজ নয়, পার হতে হয় চড়াই উৎরাই, সেখানে প্রতিটা মুহূর্তে নিজ পরিবারের সঙ্গেও পড়তে হয় তুলনায়; তারই জলজ্যান্ত উদাহরণ ‘জামাল কুদু’ খ্যাত ববি দেওল। অমিতাভ পুত্র থেকে শাহরুখ কন্যা কেওই বাদ পড়েননি এ তালিকা থেকে।

অভিনয়ে ববিও যে বাবা, ভাইয়ের চেয়ে কম নন; সেটি প্রমাণ করতেই জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে। পরিবার অভিনয়ের সঙ্গে জড়িত থাকায় সুবিধা তো পরের কথা, উল্টো নানা ধরনের গ্লানি বয়ে বেড়াতে হয়েছে ববি দেওলকে।

নিজেই বলেছিলেন, পদে পদে তাকে তার বাবার সঙ্গে তুলনায় পড়তে হতো। কেবল বাবাই নয়, তালিকায় থাকতেন ভাই সানি দেওলও।

ববি দেওল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রথম প্রথম এটা সুবিধার বলে মনে হবে। কিন্তু তারপর শুধুই কঠোর পরিশ্রম। প্রতিভা আর ভাগ্য। কত অভিনেতাই শুক্রবার আসে আর উধাও হয়ে যায় শনিবারেই। আমার মনে হয়, যারা ইন্ডাস্ট্রি থেকে আসেন না, তাদের বরং অনেক সুবিধা রয়েছে। দর্শকদের তাদের থেকে কোনও আশা থাকে না। আমায় বাবা-ভাইয়ের সঙ্গে তুলনায় নামতে হতো।’

নেটিজেনরা অনেকেই ববি দেওলের সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই ববি দেওলের সেদিনের সততার প্রশংসা করেছিলেন। যদিও একটা সময় দর্শক মেনে নিয়েছিলেন যে ববি দেওলও পারেন। সম্প্রতি তার কাজ আরও একবার প্রমাণ করে দিয়েছে।

২০২৩ সালে তিনি নিজ প্রতিভার জোরে দেখিয়ে দিলেন যে বক্স অফিসে পুরোনো অভিনেতা মানেই বাতিল নয়, বরং তাঁরা লম্বা পথের পথিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান