শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

গ্র্যামি মাতাবেন যারা

বিনোদন ডেস্ক / ৪৮ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২৫
গ্র্যামি মাতাবেন যারা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আগামী ২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। বেশি কিছু গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

ভ্যারাইটি জানাচ্ছে, এ তালিকায় রয়েছেন পপ শিল্পী সাবরিনা কারপেন্টার, চার্লি এক্সসিএক্স ও চ্যাপেল রোয়ন, যারা সবাই এই পুরস্কার অনুষ্ঠানে মনোনীত হয়েছেন।

এ ছাড়া বেনসন বুন, বিলি আইলিশ, ডোচি, রেই, শাকিরা ও টেডি সুইমসও এবারের মঞ্চে উঠবেন।

গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ‘ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস’ মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাঁকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের।

গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়েন্স এবারের আসরে পারফর্ম করবেন কিনা নিশ্চিত নয়, তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গাইতে শোনা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান