রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন

গ্র্যামি জয়ী গায়িকা অনিতা পয়েন্টারের জীবনাবসান

ফোরাম প্রতিবেদক / ১২৯ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১, ২০২৩
গ্র্যামি জয়ী গায়িকা অনিতা পয়েন্টারের জীবনাবসান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গ্র্যামি জয়ী মার্কিন সংগীতশিল্পী অনিতা পয়েন্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনিতা ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

সত্তরের দশকে আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল পয়েন্টার সিস্টার্সদের। চার বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন অনিতা পয়েন্টার। ১৯৭৩ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। ওই অ্যালবামের ‘ইয়েস উই ক্যান’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি তারকা বনে যান চার বোন।

পরে আশির দশকের শুরুতে তাদের দল ভেঙে গেলে একক ক্যারিয়ার শুরু করেন অনিতা। তার একক গান (ফর মাই লাভ এবং ফায়ার) ব্যাপক প্রশংসা পায়। এই গায়িকার মৃত্যুতে মার্কিন সংগীত জগতে শোক নেমে এসেছে। অনিতার পরিবার জানিয়েছে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া ছেলের পাশেই সমাহিত করা হবে অনিতাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান