বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

গ্র্যামিতে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন

বিনোদন ডেস্ক / ৭৪ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২৪
গ্র্যামিতে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রোববার (৪ ফেব্রুয়ারি) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। অন্যদিকে, বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে জয়ের শিরোপা উঠেছে ভারতের চার প্রখ্যাত সংগীতশিল্পীর মাথায়। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের চার শিল্পীর নাম। উস্তাদ জাকির হুসেন থেকে শঙ্কর মহাদেবন।

‘শক্তি’ ব্যান্ডের গায়ক হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন উস্তাদ জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন। অন্য একটি তালবাদ্যে আছেন ভি সেলভাগণেশ। ২০২৩ সালের ৩০ জুন দিস মোমেন্ট অ্যালবামটি মুক্তি পায়। মোট ৮টি গান রয়েছে এই অ্যালবামে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্র্যামি জেতার পরই মঞ্চে দাঁড়িয়ে এই পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন শঙ্কর। পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ব বোধ করি। সবশেষে আমি একটা কথাই বলব—এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো ও বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও। সেখান থেকেই বিজয়ী হিসেবে নির্বাচন করা হয় দিস মোমেন্ট অ্যালবামটি।

‌এদিকে, ভারতীয় শিল্পী হিসেবে গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন। ‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি তাঁর সৃষ্টি ‘পাশতো’র জন্যও একই মঞ্চে দ্বিতীয়বার সম্মানিত হয়েছেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে পুরস্কার পায় তাঁর এ গান। জাকিরের সঙ্গে এই গানের জন্য বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও। এখন পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির হুসেন। রাকেশের সাফল্যের মুকুটেও জ্বলজ্বল করছে দুটি গ্র্যামি পুরস্কার।

‘দিস ইজ হয়ে’ অ্যালবামের জন্য বেস্ট রক অ্যালবাম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ব্যান্ড প্যারামোর। অন্যদিকে, ‘৭২ সিজন’ অ্যালবামের জন্য বেস্ট মেটাল পারফরম্যান্স ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মেটালিকা।

প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান