বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে বিপাকে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না তারা। তবে, সেই দুই ম্যাচে জয় পাওয়া মেসিদের জন্য সহজ হবে না। কারণ, সৌদি আরবের চেয়েও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে তাদের জন্য। দলের এমন অবস্থায়, গ্রুপ পর্বের বাধা পার হওয়ার আকুতি নিয়ে আর্জেন্টিনার গান প্রকাশ
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের সাথে লড়তে হবে আর্জেন্টিনাকে। সৌদি আরবের সাথে পরাজয়ের স্মৃতি ভুলে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে হবে মেসিদের। ফুটবলারদের উজ্জীবিত করতে ও গ্রুপ পর্বের বাধা পার হওয়ার আকুতি নিয়ে ‘ইন লেস দ্যান আ মিনিট, আই ক্রাই অ্যান্ড লাফ’ নামে গান প্রকাশ করে তারা।
দলের সুসময়ের পাশাপাশি দুঃসময়েও যে ভক্তরা পাশে থাকে সেটি বলা হয়েছে গানটিতে। একই সঙ্গে মেসিদের মনে করিয়ে দেওয়া হয়েছে, ‘ইউ আর রেসপনসিবল ফর মাই জয়’, আর্জেন্টিনা সমর্থকদের মুখে কেবল হাসি ফোটাতে পারেন দলের খেলোয়াড়েরাই। নতুন প্রকাশিত গানে আর্জেন্টিনার ফুটবলারদের কতটুকু অনুপ্রাণিত করেছে সেটি বোঝা যাবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে।
You must be logged in to post a comment.