কাতার বিশ্বকাপ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংল্যান্ড। আহমদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা।
এরফলে ৬৪ বছর পর বিশ্বকাপে ফেরাটা সুখকর হলো না ওয়েলসের। গ্যারেথ বেলদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে কোনো জয় ছাড়াই। ৩ ম্যাচের ১টিতে ড্র করলেও অন্য দুটিতে হারতে হয়েছে।
ম্যাচের পুরোটা সময় দাপট দেখিয়েছে ইংলিশরা। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন মার্কাস রাশফোর্ড ও ফিল ফোডেন। রাশফোর্ড আবারো করেছেন জোড়া গোল।
৫১ মিনিটে মার্কাস রাশফোর্ডের অসাধারণ গোল। ফ্রি কিক থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন রাশফোর্ড। এর ঠিক দুই মিনিটের মাথায় লিড ২-০ করেন ফিল ফোডেন। বক্সের ভেতর দুর্দান্ত এক পাস দেন হ্যারি কেন। গোলকিপারকে একা পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি ফোডেন।
ম্যাচের ৬৮ মিনিটে আবারও এগিয়ে যায় ইংলিশরা। আবারও মার্কাস রাশফোর্ড, ওয়েলস রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক গোল করেন তিনি। এটি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের শততম গোল।
বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’তে রানার্সআপ হওয়া সেনেগাল।
You must be logged in to post a comment.