ডা. এজাজ একজন ভার্সেটাইল অভিনেতা। নানান চরিত্রে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। আসছে ঈদে তিনি অভিনয় করছেন ‘হৈ হৈ হল্লা’ নামে একটি ধারাবাহিকে। আর এখানে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাকে। এ নাটকে তিনি হারানো গরু খুঁজে বেড়াবেন।
নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মোঃ তোফায়েল সরকার। এতে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। এছাড়াও আছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, এ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি প্রমুখ।
এ নাটকের গল্পে কোরবান আলী তার প্রিয় পোষা প্রাণী সোনাইকে নিয়ে আসে ঢাকায়, কোরবানির জন্য। সোনাই একটা লাল গরু। যাকে কোরবান আলী সন্তানের মত স্নেহ করে। সোনাই স্বভাবে খুব শান্ত। কিন্তু শহরের গাড়ির শব্দে শান্ত সোনাই হঠাৎ অশান্ত হয়ে দৌড় শুরু করে।একসময় পালায় কোরবান আলীর কাছ থেকে। হারানো সোনাইকে খুঁজবেন গোয়েন্দা ডা. এজাজ।
ঈদের দিন থেকে ৫ম দিন দুরন্ত টিভিতে প্রচারিত হবে এই নাটকটি। দেখা যাবে পুর ১টায়, বিকাল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়।
You must be logged in to post a comment.