ভুবন বাদ্যকারের ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’র সঙ্গে নেচে জনপ্রিয়তা অর্জন করে অঞ্জলি অরোরা। কঙ্গনা রানাউত সঞ্চালিত লক-আপ শোতো অঞ্চলি সবার নজর কাড়েন। সেখান থেকে প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মুখ খোলেন অনেকে। সম্প্রতি ‘সারেগামাপা’র মিউজিক ভিডিওতেও ‘সাঁইয়া দিল মে আনা রে’তে দেখা যায় অঞ্জলিকে।
সম্প্রতি এই অভিনেত্রীর একটি এমএমএস ভিডিও ক্লিপ ফাঁসের গুঞ্জন উঠেছে। তবে অভিনেত্রীর দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি তার নয়। তার সুনামে চিড় ধরাতেই এমনটি করছেন প্রতিপক্ষরা।
বিষয়টি নিয়ে বেশ বিব্রত এই অভিনেত্রী। এমতাবস্থায় অঞ্জলির ফ্যান পেজ থেকে একটি সাক্ষাৎকারের ভিডিও আপলোড করা হয়। সেখানে তীব্র ক্ষোভ ঝাড়েন এই অভিনেত্রী।
ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, এসব কাজ একটা মানুষের পরিবারে কতটা প্রভাব ফেলে তা বোঝা উচিৎ বলে কেঁদে ফেলেন তিনি।
You must be logged in to post a comment.