বিশ্বখ্যাত গায়ক রাহাত ফতেহ আলি খান পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর রাডারে ধরা পড়েছেন। তার গোপন ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি রুপির বেশি ব্যালেন্সের হদিস পেয়েছে এফবিআর। এফবিআর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তার ওপর ৫০ কোটি রুপির কর আরোপ করা হয়েছে। এর মধ্যে ৪ কোটি ৩০ লাখ রুপি দিতে এক মাস সময় দেওয়া হয়েছে তাকে।
এফবিআর-এর দাবি, রাহাত ফতেহ আলী খানের বেশ কয়েকটি গোপন অ্যাকাউন্ট রয়েছে। তবে তিনি এ দাবি অস্বীকার করে তিনি বলেছেন, তার কেবল দুটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে।
সূত্র জানায়, গোয়েন্দা তদন্ত এবং ভূমি রাজস্ব বিভাগ রাহাত ফতেহ আলী খানের গোপন ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি রুপি খুঁজে পেয়েছে।
এফবিআর গোপন লেনদেন ব্যাখ্যা করার জন্য রাহাত ফতেহ আলি খানের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কোন সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে এক মাসের মধ্যে ৪ কোটি ৩০ লাখ রুপি ট্যাক্স প্রদানের নির্দেশ দেওয়া হয়। সূত্র: স্টার্টআপ পাকিস্তান
You must be logged in to post a comment.