বিনোদন ডেস্ক: নিজের অতীত নিয়ে আরও বেশি স্পষ্ট কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শিখরে থাকা, ভারতীয় তারকা উরফি জাভেদ। তিনি মনে করিয়ে দিলেন, আজ তিনি যেখানে, সেই অবধি আসতে যে যাত্রাপথ তাকে পার হতে হয়েছে, তা খুব একটা সহজ ছিল না।
এমন এক শৈশবের কথা উরফি বলেছেন, যেখানে বিগ-বস ও সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় তারকাকে বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়েছিল। অতীতের অনেক গোপন কথা ও বিশেষত নিজের বাবার সঙ্গে হওয়া এক তিক্ত অতীতের প্রসঙ্গ তুলে আনলেন উরফি।
তিনি বলেন, মাত্র ১৭ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। মানসিক ভাবে ও শারীরিক ভাবে তাকে নানারকম হেনস্থার মুখে পড়তে হত ছোটবেলা থেকেই। লখনউয়ে বড় হওয়া উরফি বলছেন, ‘আমি জানি না, কেন আমাকে নির্দিষ্ট রকমের কিছু জামাকাপড় পরতে বাধা দেওয়া হত।’
তিনি আরও বিস্তারিত নিজের বাবার কথাও বলেছেন। সেই প্রসঙ্গে উরফির বক্তব্য, ‘আমাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করা হতো। মাত্র ১৭ বছর বয়সে আমি দিল্লিতে পালিয়ে আসি। আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম।’
এক বার বাবার হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবা ততক্ষণ মেরেছিলেন, যতক্ষণটা উরফি অজ্ঞান হয়ে যান। দিল্লি হয়ে তিনি আসেন মুম্বাই। আর সেখানেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন।
মুম্বাইয়ে টেলিভিশন সিরিয়ালে চান্স পেয়েছিলেন, তার পর বিগবসেও যেতে পেরেছিলেন৷ কিন্তু তেমন সাফল্য পাননি। উরফি মূলত জনপ্রিয় তার অভিনব পোশাকের জন্য। সোশ্যাল মিডিয়ায়ও তিনি প্রবল ভাবেই জনপ্রিয়। সূত্র: নিউজ এইটিন
You must be logged in to post a comment.