জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। শ্রোতারা গানের পাশাপাশি মিউজিক ভিডিওতে তার আবেদনময়ী উপস্থাপনা দারুণ পছন্দ করেন। বছরজুড়েই ষ্টেজ শোতে ব্যস্ত থাকেন এই গায়িকা।
ব্যস্ততার মাঝেও ছুটি কাটাতে ভালোবাসেন ব্রিটনি। নিজের মতো সময় বের করে নেন। আর এ সময়টা একদম নিজের মতো থাকতে পছন্দ করেন। লোকচক্ষুর আড়ালে ছুটি উপভোগ করেন। তেমনি গেল কয়েকদিন ধরে হঠাৎ উধাও তিনি।
ফ্লোরিডার মিয়ামির একটি রিসোর্টে ছুটি কাটাচ্ছেন ব্রিটনি। এবারের অবকাশ যাপন অবশ্য চাপা থাকেনি। পাপ্পারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছেন গায়িকা। ছবি ও ভিডিওতে ব্রিটনি ক্যামেরাবন্দি হয়েছেন।
সেখানে দেখা যায়, একটি ছবিতে সুইমিং পুলে বিকিনি পড়ে বসে আছেন ব্রিটনি। যা অনলাইনে ভাইরাল হয়েছে। এছাড়াও তার জিম করার একটি ছবিও প্রকাশ হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ইনডোর গেমস খেলায় ব্যস্ত রয়েছেন।
আরও কয়েকটা দিন ওই রিসোর্টেই থাকবেন ব্রিটনি এমনটাই জানা গেছে।
You must be logged in to post a comment.