সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

গোপনে বিয়ে করলেন রাজ-বুবলী!

বিনোদন প্রতিবেদক / ৫০ জন দেখেছেন
আপডেট : মে ২৫, ২০২৪
গোপনে বিয়ে করলেন রাজ-বুবলী!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিয়ে করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। না আপনি ভুল পড়েননি। জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে।

পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝে তাদের কোলেজুড়ে পুত্রসন্তানের আগমণ ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে আলাদা থাকছেন তারা।

এদিকে নতুন খবর হলো, গেল ১৩ মে বিয়ে করেছেন রাজ-বুবলী। উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। তাদের অভিনয় প্রশংসিত হয়েছে। বাতাসে গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন, তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না। কারণ, এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান