বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমান খানের নায়িকা হয়ে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার।
এরই মধ্যে শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী নিজের অভিনয় ও নাচের গুণে দর্শকের মনজয় করেছেন। অসংখ্য ভক্ত রয়েছে নায়িকার। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না সোনাক্ষী।
সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি। তবে সেখানেও ব্যক্তিগত জীবনকে একটু রেখেঢেকেই রাখেন। ভারতীয় গণমাধ্যমের খবর, একজন হ্যান্ডসাম পুরুষের সঙ্গে বেশ জমিয়ে প্রেম করছেন সোনাক্ষী। আর শুধু প্রেমই নয়। শিগগিরিই তারা বিয়েও করবেন।
সম্প্রতি ‘নোটবুক’ নামে একটি ছবি মুক্তি পায়। সালমান খানের প্রযোজনায় সেই ছবিতে বলিউড অভিষেক ঘটে মণীশ বেহলের মেয়ে প্রনূতন ও জাহির ইকবালের। সোনাক্ষী নাকি জাহিরের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন একে অপরের সঙ্গে ডেট করছেন। একটি সাক্ষাৎকারে সোনাক্ষী অবশ্য স্বীকারও করেন শিগগিরই বিয়ে করবেন তিনি।
ঠিক তখন থেকেই জল্পনা আরও বাড়তে থাকে। বলিউডের হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় প্রথম ছবি করেই ঢুকে পড়েছেন জাহির। সোনাক্ষী-জাহিরকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে।
You must be logged in to post a comment.